কথায় বলে মহাষ্টমীর পুজোর জোগাড় সহজ কথা নয়। মহাষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে সন্ধিপুজো হয়। এই সময় দেবীর পায়ে ১০৮টি লাল পদ্ম উৎসর্গ করা হয় । পাশাপাশি ১০৮টি প্রদীপও জ্বালানো হয় । অর্থাৎ, সন্ধিপুজোয় ১০৮টি পদ্ম মাস্ট। কিন্তু এবার পুজোর আয়োজকরা হাত ছোঁয়াতে পারছেন না পদ্মতে। একটি পদ্মের দাম কোথাও ৫০ টাকা কোথাও বা ৬০ টাকা। যা প্রতিবছর ১৫ থেকে ২০ টাকা দরেই মেলে।
এর বড় কারণ যদিও আবহাওয়ার এই খামখেয়ালিপনা। এবার পুজোর আগে লাগাতার বৃষ্টিতে ভেসেছে বাংলা। এখনও সেই ধারা অব্যাহত। রাজ্যের একাধিক জেলায় তৈরি হয়েছিল বন্যা পরিস্থিতি। নিম্নচাপের বৃষ্টি আর জলাধারের ছাড়া জল – জোড়া ফলায় পুজোর আগে ভেসে গিয়েছে একাধিক চাষের জমি।
পচন ধরেছে পদ্ম ফুলেও। বন্যা পরিস্থিতি ও বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে পদ্ম চাষ। ফলন ভালো হয়নি পদ্মের। আগামী সপ্তাহেই দুর্গাপুজো। তার আগে যতটা সম্ভব, ফুটে ওঠা পদ্ম তুলে ফেলতে চাইছেন চাষিরা। এদিকে তাপমাত্রা কমে, রোদ না উঠলেও পদ্ম ভাল থাকবে না। পদ্ম চাষের জন্য ২০ হাজার, ৩০ হাজার টাকা দিয়ে পুকুর লিজ নিতে হয়। কীটনাশকের খরচও আছে, ফলন ভাল না হওয়ায় খরচটুকু তুলতে পারবেন কিনা তা ভেবেই চিন্তায় চাষিরা।