রেল ও রাস্তা এখনও কুড়মিদের আন্দোলনের দখলে। ফলে ১০০ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও স্তব্ধ পরিষেবা। শনিবার নতুন করে ৭২টি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। ঘুরপথে নিয়ে যাওয়া হচ্ছে একাধিক দূরপাল্লার ট্রেনকে। একইসঙ্গে অনেক ট্রেনের রুটও ছোট করা হয়েছে। রেলের খবর, ভুবনেশ্বর-দিল্লি রাজধানী এক্সপ্রেস, লোকমান্য তিলক, শালিমার-সহ বহু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে অথবা যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।
রেল ও সড়ক অবরোধের ফলে গোটা জঙ্গলমহল একেবারে স্তব্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার রেল অবরোধ চারদিনে পা দিল আর জাতীয় সড়ক অবরোধ চলছে পাঁচ দিন ধরে। আন্দোলনের ঝাঁঝ আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে কুড়মি সমাজের সামাজিক সংগঠনগুলি।