ডায়মন্ড হারবার। পূর্ব রেলের দক্ষিণ শাখায় অন্যতম ব্যস্ত রেল স্টেশন। লাখো লাখো মানুষ এই স্টেশন হয়েই কলকাতায় আসেন তাঁদের বিভিন্ন কাজের জন্য। কিন্তু গত দু'মাস ধরে তাঁদের একটাই অভিযোগ।
কিছুতেই এই স্টেশন থেকে সময় ছাড়ে না ট্রেন। অনেক বার, অনেক ভাবে রেলকে তাঁদের অভিযোগ জানিয়েছিলেন নিত্যযাত্রীরা। কিন্তু বুধবার, তাঁদের ধৈর্যের বাঁধ ভাঙল। যার নিটফল ভরা অফিস টাইমে পাঁচ ঘন্টা অবরোধ করে রেলকেই পাল্টা চাপে ফেলে দিলেন নিত্যযাত্রীরা।
কী বলল রেল?
ডায়মন্ড হারবারের ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন রেলের সাফাই, ওই স্টেশনের রেলগেটে সমস্যা রয়েছে। তার জেরেই নিত্যযাত্রীদের রোজ এই সমস্যার মুখে পড়তে হয়েছে। রেল জানিয়েছে, ডায়মন্ড হারবার স্টেশনে সময় মতো রেলগেট পড়ে না। এই কারনেই থমকে যায় পরিষেবা। যদিও রেলের এই দাবিকে খুব বেশি আমল দিচ্ছেন না অবরোধকারীরা। তাঁদের পাল্টা অভিযোগ, সংস্কার করে তাহলে কী লাভ হচ্ছে?
প্রায় পাঁচ ঘন্টা ধরে চলে অবরোধ। অবশেষে ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা। সঙ্গে ছিল জিআরপিএফও। বিক্ষুব্ধ যাত্রীদের বোঝানোর চেষ্টা করেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় ডায়মন্ড হারবার পুলিশও। দফায় দফায় বিক্ষোভরত যাত্রীদের সঙ্গে কথা হয় সকলের। অবশেষে সকাল সাড়ে দশটা নাগাদ অবরোধ তোলেন যাত্রীরা। এই অবরোধের জেরে ভোর থেকেই ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়।