মধ্যমগ্রাম ও বিরাটির মধ্যে রেল সেতুর কাজ আপাতত স্থগিত। আর সেই কারণে শনি ও রবিবার লোকাল ট্রেনের যাত্রাসূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না। পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে শুক্রবার রাতে এবিষয়ে জানানো হয়েছে। তবে পুনরায় ফের কবে ওই কাজ হবে সেবিষয়ে জানানো হয়নি।
পূর্ব রেলের তরফে আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল মধ্যমগ্রাম এবং বিরাটি স্টেশনের মাঝে রেল ব্রিজের কাজ হবে। আর সেকারণে শনিবার রাত সাড়ে ১০টা থেকে রবিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাওয়ার ব্লক করা হবে। যার জেরে বনগাঁ ও হাসনাবাদ শাখার একাধিক ট্রেন চলাচল ব্যাহত হবে। যদিও রেল ব্রিজের কাজ আপাতত হচ্ছে না।
এদিকে ফের পাওয়ার ব্লক হওয়ায় চিন্তায় পড়েছিলেন যাত্রীরা। কারণ সম্প্রতি শিয়ালদহ স্টেশনে কাজের জন্য একাধিক ট্রেন বাতিল করা হয়। আশঙ্কা ছিল, ১২ ঘণ্টা ট্রেন বন্ধ হওয়ার ফলে ফের সমস্যায় পড়তে পারেন তাঁরা।