মঙ্গলবার মদনপুর স্টেশনে রেল অবরোধের জেরে চূড়ান্ত বিশৃঙ্খলা । শিয়ালদহ মেন লাইনে ব্যহত ট্রেন চলাচল । প্রায় তিন ঘণ্টা ধরে একাধিক স্টেশনে দাঁড়িয়ে ট্রেন । জানা গিয়েছে, এখনও পরিষেবা স্বাভাবিক হয়নি । প্রায় প্রতিটি ট্রেনই কমপক্ষে ৩০ মিনিট দেরিতে চলছে বলে জানা গিয়েছে । সপ্তাহের দ্বিতীয় দিনে চূড়ান্ত ভোগান্তির শিকার হলেন নিত্যযাত্রীরা ।
কেন অবরোধ ?
জানা গিয়েছে, মদনপুর স্টেশনে সব ট্রেন দাঁড়ায় না । বিশেষ করে সকালের দিকে গ্যালোপিং ট্রেনগুলি ওই স্টেশনে দাঁড়ায় না । ফলে সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের । তাঁদের অভিযোগ, বারবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ । তাই মদনপুর স্টেশনে সব ট্রেন দাঁড়ানোর দাবিতে এদিন সকাল প্রায় ৭টা থেকেই স্টেশনে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষজন । দীর্ঘক্ষণ রেল অবরোধ করেন তাঁরা । স্টেশন অফিসকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় ।
ঘটনাস্থলে পুলিশ আসলে অশান্তি আরও চরমে ওঠে । পুলিশের সঙ্গে বাকবিতণ্ডাও হয় অবরোধকারীদের । রেল কর্তৃপক্ষের তরফে দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস না দেওয়া হলে, তাঁরা এই অবরোধ চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন।
এদিকে, অবরোধের জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা । শিয়ালদহ মেন শাখার কাকিনাড়া, নৈহাটি, শ্যাম নগর, হালিশহর-সহ বিভিন্ন স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে রয়েছে ট্রেন । সবথেকে বেশি সমস্যায় পড়েন আপ ট্রেনের যাত্রীরা ।