রেলের একাধিক প্রকল্পের কাজ থমকে রয়েছে । প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য জমি পাচ্ছে না রেল (Railway) । সেক্ষেত্রে রাজ্য সরকারকে সদর্থক ভূমিকা পালনের অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) । তাঁর দাবি, জমি জটের কারণে এখনও পর্যন্ত ৬১ টি প্রকল্পের কাজে সমস্যা হচ্ছে ।
মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠিতে রেলমন্ত্রী লিখেছেন, পশ্চিমবঙ্গে রেলের যে প্রজেক্ট (WB Railway Projects ) রয়েছে তার মূল্য প্রায় ৫০ হাজার ৯১৫ কোটি । চলতি অর্থবর্ষে ১১ হাজার ৯৭০ কোটি টাকা বরাদ্দ হয়েছে ।
রেলমন্ত্রী জানাচ্ছেন, রেলের বেশিরভাগ প্রজেক্টের কাজই থমকে রয়েছে । জমি পেতে সমস্যা হচ্ছে । রেলের তরফে জমি অধিগ্রহণের চেষ্টা করা হলেও সফল হননি তাঁরা । তাই, জমি সংক্রান্ত সমস্যা মেটানোর কাজে রাজ্য সরকারকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেছেন তিনি ।
কাকদ্বীপ-বুদাখালি নিউ লাইন, বনগাঁ-পোড়ামহেশতলা নিউ লাইন, কৃষ্ণনগর-চাপড়া নিউ লাইন, রানাঘাট-দত্তফুলিয়া নিউ লাইন, বীরা-চাকলা নিউ লাইন, ডায়মন্ড হারবার-কুলপি নিউ লাইন, তারকেশ্বর-ফুরফুরা শরিফ নিউ লাইন, মুকুটমণিপুর-ঝিলিমিলি নিউ লাইন, তারকেশ্বর-মগরা নিউ লাইন, হাসনাবাদ-হিঙ্গলগঞ্জ নিউ লাইন ইত্যাদি ।