রাজ্য রাজনীতিতে হঠাৎ জল্পনা। আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী করতে পারে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে। সম্প্রতি, নবান্নে গিয়ে তাঁর রিয়েলিটি শোয়ের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছিলেন রচনা। যদিও, লোকসভায় প্রার্থী হওয়া নিয়ে অভিনেত্রী জানিয়েছেন, এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।
সেই অনুরোধে সাড়া দিয়ে ‘দিদি নং ওয়ান’-এর মঞ্চে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। আগামী কয়েকদিনের মধ্যেই সেই এপিসোড সম্প্রচারিত হতে চলেছে। তার আগেই, বঙ্গ রাজনীতিতে ভেসে উঠল প্রার্থী হিসেবে রচনার নাম। যদিও তৃণমূলকংগ্রেস সূত্রে, এই খবরে কোনও সিলমোহর দেওয়া হয়নি।
Jaya Ahsan : কপালে বাঁকা লাল টিপ, বাংলাদেশে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল এবার জয়া এহসানও
সম্প্রতি , যাদবপুর কেন্দ্র থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মিমি চক্রবর্তী। যদিও ঘাটাল আসন থেকে এবারেও প্রার্থী হওয়ার কথা দেবের।