৪৫ % নয়, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নয়া নিয়ম অনুসারে এবার একাদশ শ্রেণিতে বিজ্ঞান শাখায় ভর্তির জন্য মাধ্যমিকে ৩৫ শতাংশ নম্বরই যথেষ্ট। রাজ্যের এই নয়া সিদ্ধান্ত কতোটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজ্যের শিক্ষামহলে।
মাধ্যমিকে সহজেই ৩৫ শতাংশ নম্বর পেয়ে গিয়ে বিজ্ঞান শাখায় পড়লে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগের বিপুল চাপ সামলাতে না পেরে ফলাফল আশানুরূপ না হওয়ার সম্ভাবনাই বাড়বে বলে ধারণা রাজ্যের শিক্ষাবিদদের একাংশের।
মেধা না বুঝে সন্তানকে জোর করে বিজ্ঞান শাখায় পড়িয়ে ডাক্তার ইঞ্জিনিয়র করার প্রবণতা রাজ্যের অধিকাংশ অভিভাবকদের মধ্যেই আছে বলে মনে করছেন অনেকেই। এবং সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান শাখায় পড়ার নিয়ম শিথিল করলে সেই প্রবণতাকেই প্রশয় দেওয়া হয়, যার ফল আখেরে সন্তানের ভবিষ্যৎই অনিশ্চয়তার মুখে পড়ে বলে মত বিশেষজ্ঞদের একাংশের।
পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির দাবি, উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়ার জন্য মাধ্যমিকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর আবশ্যিক করা হোক
অন্যদিকে, উচ্চ মাধ্যমিক স্তরে প্রতিটি স্কুলে সর্বাধিক পড়ুয়ার সংখ্যা ২৭৫ থেকে বাড়িয়ে ৪০০ করা হয়েছে। রাতারাতি পড়ুয়ার সঙ্খ্যা এতটা বাড়ানোর মতো পরিকাঠামো সব স্কুলে রয়েছে কিনা, সেই নিয়েও উঠেছে প্রশ্ন।