আরজি কর-কাণ্ডের প্রতিবাদে নৈহাটিতে ছিল প্রতিবাদ মিছিল। ওই মিছিলে হামলার অভিযোগ। প্রতিবাদীদের দাবি, মিছিলে কয়েকজন দুষ্কৃতী প্রবেশ করে হামলা চালায়। মাইকের তার ছিঁড়ে দেওয়ার অভিযোগও উঠেছে। এক ছাত্রের দাবি, তার গলায় চেন ছিনিয়েও নিয়ে যায় দুষ্কৃতীরা।
নৈহাটিতে রবিবার সন্ধ্যায় পথে নামে বেশ কয়েকটি স্কুলের পড়ুয়া ও প্রাক্তনীরা। পথে নেমেছিলেন নরেন্দ্র বিদ্যানিকেতনের প্রাক্তনীরা। অভিযোগ, মিছিল যখন রামকৃষ্ণ মোড়ে প্রবেশের চেষ্টা করে। এরপরই তাঁদের মিছিলে বাধা দেয় বলে দাবি প্রতিবাদীদের।
আকাশ দাস নামে এক ছাত্র দাবি করেন, "পিছন থেকে এসে আমাকে লাথি-ঘুষি মেরেছে। গলায় চেন ছিনিয়ে নিয়ে গিয়েছে।" আকাশের দাবি, সে সময় খুব ভিড় থাকলেও কোনও পুলিশ ছিল না। ওই দুষ্কৃতীরা শিক্ষকদেরও মারধর করেছে। ইন্দ্রাণী কুণ্ডু মুখোপাধ্যায় নামে এক আন্দোলনকারী একটি ভিডিয়োতে জানিয়েছেন, "এখানে মেরেছে, হাতের জামা ছিঁড়ে দিয়েছে। পুলিশ বলছে আমরা কিছু জানি না। ওরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমাদের খুঁজছে। বলছে রেপ করবে।"
সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর-কাণ্ডের শুনানি আছে। সেখানে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। শনি-রবি রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল হয়। শুধু তাল কাটল নৈহাটিতেই।