ডানকুনিতে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভ ট্রাক চালকদের। কেন্দ্রীয় আইনের প্রতিবাদে পথে নেমেছেন তাঁরা। প্রতিবাদ, বিক্ষোভের জেরে ২ ঘণ্টা জাতীয় সড়কে বন্ধ ছিল যান চলাচল। শেষে পরিস্থিতি সামাল দিতে পুলিশ এসে লাঠিচার্জ করে। আটক করা হয় ১২ জনকে। এর কিছুক্ষণ পর যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
Abhishek Banerjee: লোকসভার আগে নিজেকে ডায়মন্ড হারবারেই সীমিত রাখতে চান অভিষেক! দলের অন্দরেই শোরগোল
এদিকে বছরের শেষ রবিবার ওই সড়ক ব্যবহার করে বহু পর্যটক বেড়াতে যাচ্ছিলেন, বিক্ষোভের জেরে তাঁরাও হয়রানির মুখে পড়েন। দীর্ঘক্ষণ যানচলাচল বন্ধ থাকায় আটকে থাকে বহু গাড়ি , এমনকি অ্যাম্বুল্যান্সও, পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কেন্দ্রীয় হিট অ্যান্ড রান প্রস্তাব অনুযায়ী , কড়া শাস্তির নজির হিসেবে বলা হয়েছে , কোনও দুর্ঘটনার পর যদি চালক পুলিশকে না জানিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে তাঁর ১০ বছরের জেল হবে। সঙ্গে জরিমানা ৫ লক্ষ টাকা। এই প্রস্তাব আইনে পরিণত হলে বহু নির্দোষ ট্রাক চালক সাজা পাবে। এর বিরুদ্ধেই ডানকুনিতে বিক্ষোভ দেখান চালকরা।