চিকিৎসকের বান্ধবীকে কটুক্তির অভিযোগ প্রতিবেশী যুবকের। প্রতিবাদ করলে চিকিৎসককেই বেধড়ক মারধরের অভিযোগ। ঘটনাটি নদিয়ার কল্যাণী থানার এ ব্লক ৮ নম্বর এলাকায়। আহত ওই চিকিৎসকের নাম মৈনাক মণ্ডল।
চিকিৎসকের অভিযোগ, রবিবার রাতের বেলায় তিনি যে বাড়িতে ভাড়া থাকেন তারই পাশের বাড়ির এক যুবক এবং তাঁর বাবা বান্ধবীকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং কটুক্তি করেন। তারই প্রতিবাদ করেছিলেন মৈনাক।
আরও পড়ুন - জামালপুরের পর নদীয়া, আধার বাতিলের চিঠি পেলেন অনেকেই! আতঙ্ক কৃষ্ণগঞ্জে
চিকিৎসকের আরও অভিযোগ, এই ঘটনার পরে সোমবার সকালে তাঁকে বাড়ির সামনে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়। প্রাথমিক চিকিৎসা করার পর কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেছেন ওই চিকিৎসক। তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।