শীতের সন্ধ্যায় স্থানীয় কোচিং থেকে সাইকেলে করে ফিরছিল মেয়ে। বাড়ির কিছুটা কাছে তার পথ আটকায় স্থানীয় তিন যুবক। দশম শ্রেণির ওই ছাত্রীকে কটুক্তিও করা হয় বলে ওই তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ। তারই প্রতিবাদ করতে গিয়েছিলেন ওই ছাত্রীর বাবা। বাড়ির সামনে তাঁকে পিটিয়ে খুন করার অভিযোগ ওই তিন যুবকের বিরুদ্ধে। হাওড়ার শ্যামপুরের এই ঘটনায় ওই তিন যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তও শুরু করেছে পুলিশ। কিন্তু অপরাধীরা এখনও অধরাই। রবিবারের এই ঘটনায় ওই ব্যক্তিকে আহত অবস্থায় প্রথমে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।
এই বছরই মাধ্যমিক পরীক্ষা দেবে দশম শ্রেণির ওই ছাত্রী। রোজের মতোই রবিবারও কোচিং ক্লাসে গিয়েছিল। অভিযোগ এলাকার ওই তিন যুবক প্রায়শই তাকে উত্যক্ত করত বল অভিযোগ। কিন্তু রবিবার তা মাত্রা ছাড়ায় বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, পাড়ার মধ্যেই ওই ছাত্রীর বাবার উপর চড়াও হয় ওই তিন যুবক। বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে, একটু পুকুরের কাছে তাঁর উপর অত্যাচার করা হয়।
নিহতের স্ত্রী জানিয়েছেন, রোজই মেয়েকে কোচিং থেকে আনতে যেতেন তাঁর স্বামী । সেই মতো রবিবারও গিয়েছিলেন। ফেরার সময় এলাকার ৩ যুবক তাঁর স্বামীর উপর হামলা চালিয়েছে বলে জানিয়েছেন নিহতের স্ত্রী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।