তিনি কার্যত কাছেরই মানুষ | ইন্ডাস্ট্রির কাছে তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় | কিন্তু ছোট ভাই দেবের কাছে তিনি বুম্বা দা | লোকসভার ফল প্রকাশের পরেই অযোগ্যে’র প্রিমিয়ারে প্রসেনজিৎ-কে সারপ্রাইজ দিতে ছুটেছিলেন দেব | এবার দাদার ফিরিয়ে দেওয়ার পালা | দেবের ভাল-মন্দেও দাদার মতো পাশে থাকেন প্রসেনজিৎ |
নির্বাচনের আগে দেব কথা দিয়েছিলেন, তিনি যত ভোট পাবেন ততগুলি গাছ লাগাবেন | তবে চাহিদা ছাপিয়ে যাচ্ছে দেবের ভোটের সংখ্যাও| এরপরেই অভিনেতা সাংসদ জানান, শুধু নোটা বাদে যে দল যত ভোট পেয়েছে, সেই সংখ্যক গাছ দেবেন দেব| প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু করেছেন দেব| এবার ভাইয়ের, ‘ভাল কাজ’-এ সঙ্গ দেবেন বুম্বা দাও, জানিয়েছেন দেবের উদ্যোগে দশ হাজার গাছ দেবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়|