নতুন বছরের শুরুতেই ব্রিগেডে সমাবেশ করবে DYFI। ৭ জানুয়ারির ওই সভার জন্য জোরকদমে প্রস্তুতি চলছে। সভার বিষয়ে জানাতে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বাম নেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়। তিনি জানান, সম্পূর্ণ স্বচ্ছ ভাবে সভার জন্য আর্থিক সাহায্য তোলা হচ্ছে। ঘামের টাকায় ব্রিগেড সমাবেশ হবে।
নেত্রী জানিয়েছেন, ১ লাখ বাড়িতে কৌটো পৌঁছে দেওয়া হয়েছে। সেখানে সাধারণ মানুষ নিজেদের সাধ্যমতো দান করছেন। পাশাপাশি এদিন একটি QR কোডও প্রকাশ করেন। সভার দিন মোট সাতটি জায়গা থেকে মিছিল আসবে বলে জানিয়েছেন মীনাক্ষি। আগামী লোকসভা ভোটের লড়াইয়ের বার্তা দিতেই সভা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
বিভিন্ন জেলা থেকে দলের কর্মী ও সমর্থকরা প্রথমে কলকাতা আসবেন। সেখান থেকে মিছিল করে ব্রিগেডে পৌঁছবেন তাঁরা। যে সাতটি জায়গা থেকে মিছিল শুরু হবে সেগুলি হল খিদিরপুর, পার্ক সার্কাস, হাওড়া, শিয়ালদহ, হাজরা মোড়, সুবোধ মল্লিক স্কয়্যার, সেন্ট্রাল মেট্রো। এদিনও রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তোলেন মীনাক্ষি মুখোপাধ্যায়।