বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের মঞ্চ থেকে 'রবীন্দ্রভাবনা'এর গুরুত্বের কথা মনে করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রবীন্দ্রনাথের নিজের হাতে গড়া শিক্ষাপ্রাঙ্গণে প্রথমবার এসে রাষ্ট্রপতি জানান, শিক্ষার মাধ্যম হিসেবে প্রকৃতির গুরুত্ব অতুলনীয়।
দুদিনের রাজ্য সফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার সকালে বেলুড় মঠে আসেন তিনি। বেলুড়মঠের অনুষ্ঠান সেরে একটি ব্যাঙ্কের অনুষ্ঠানে যোগ দেন। দুপুর ১টা নাগাদ শান্তিনিকেতনে আসেন রাষ্ট্রপতি। বিশ্বভারতীর রবীন্দ্র অতিথি গৃহে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছিল তাঁর জন্য। দুপুর ৩টে নাগাদ রবীন্দ্র ভবন ঘুরে দেখেন রাষ্ট্রপতি।
এদিন সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, "আমি ছোট বেলা থেকেই শান্তিনিকেতনের কথা শুনে আসছি। এখানে গাছের নিচে পড়াতেন রবীন্দ্রনাথ ঠাকুর। স্বামী বিবেকানন্দ, বুদ্ধদেব, রবীন্দ্রনাথ যারাই জ্ঞান লাভ করেছেন, গাছের নিচেই বসতেন। প্রকৃতির মাধ্যমে শিক্ষার গুরুত্ব অপরিসীম।"