শান্তিনিকেতন যাওয়ার আগে মঙ্গলবার সকালে বেলুড় মঠ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । এদিন, ৮টা ৫০ মিনিটে বেলুড়ে পৌঁছন রাষ্ট্রপতি । তাঁর সঙ্গে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা এবং অরূপ রায় । ৪৫ মিনিট মতো সেখানে ছিলেন । ঘুরে দেখেন বেলুড় মঠে । মঠ কর্তৃপক্ষের তরফে রাষ্ট্রপতিকে উপহার স্বরূপ রামকৃষ্ণ, সারদা এবং স্বামী বিবেকানন্দ সম্পর্কিত বই, শাল, শাড়ি এবং প্রসাদ দেওয়া হয় ।
এদিন সকাল থেকেই বেলুড় মঠে ছিল সাজো সাজো রব । সেইসঙ্গে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল মঠ চত্ত্বর । মঠে রাষ্ট্রপতির গাড়ি ঢুকতেই তাঁকে স্বাগত জানান রামকৃষ্ণ মঠ এবং মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ-সহ অন্যরা । প্রথমে তিনি যান মূল মন্দিরে । সেখান থেকে ব্যাটারিচালিত গাড়িতে করে বেলুড় মঠে বিবেকানন্দের সভাঘর, তাঁর থাকার ঘর, সারদা মায়ের মন্দির-সহ বিভিন্ন জায়গায় ঘুরে দেখেন তিনি । সাড়ে ৯টা নাগাদ সেখান থেকে বেরিয়ে যান তিনি ।
দু'দিনের রাজ্যসফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । রাষ্ট্রপতি হওয়ার পর এটাই তাঁর প্রথম বাংলা সফর । সোমবার তিনি নেতাজিভবন, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ঘুরে দেখেন । এদিন বিকেলে রাজ্য সরকারের তরফে তাঁকে সংবর্ধনা দেওয়া হয় । মঙ্গলবার বিশ্বভারতীর সমাবর্তনে যোগ দেবেন তিনি । সেখানে রাষ্ট্রপতির জন্য এলাহি মধ্যাহভোজনের আয়োজন করা হয়েছে । সবই প্রায় বাঙালি নিরামিষ পদ রয়েছে বলে খবর ।