ইতিহাসকে স্বীকৃত দিল ভারতীয় ডাকবিভাগ (Indian Post)। পূর্ব মেদিনীপুর ও রাজ্যের অন্যতম প্রাচীন তাম্রলিপ্ত রাজবাড়ির (Tamluk Royal Family) মুকুটে নতুন পালক জুড়ল। এই বাড়ির ইট-কাঠ-পাথরে মিশে আছে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। তাম্রলিপ্ত রাজবাড়ির নামে স্পেশাল পোস্টাল কভার ও স্ট্যাম্পের উদ্বোধন করেছে ডাক বিভাগ।
ভারতীয় ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে রয়েছে তাম্রলিপ্ত রাজ পরিবারের নাম। মহাভারতের সঙ্গেও যোগ রয়েছে ময়ূর বংশের রাজাদের। স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান ছিল এই রাজবাড়ি। আগেই এই রাজবাড়িকে ন্যাশনাল হেরিটেজ ঘোষণা হয়েছিল। এবার সেই ইতিহাসকে মর্যাদা দিল ভারতীয় ডাক বিভাগ।
আরও পড়ুন: বাড়ছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা, বেলা বাড়লেই গরম, শনিবার আকাশ আংশিক মেঘলা
১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় প্রতিরোধ গড়ে তোলে তমলুকের রাজ পরিবার। ১৯২১ দুর্ভিক্ষেও মানুষের পাশে দাঁড়ায় রাজ পরিবার। ১৯৩০ সালে লবণ সত্যাগ্রহের সময়ও তমলুক রাজপরিবারের ভূমিকা উল্লেখযোগ্য। শোনা যায়, তমলুকে সুভাষচন্দ্র বসুর সভাস্থল নিয়ে বিবাদ মেটে রাজপরিবারের হস্তক্ষেপেই।