দিল্লি গিয়ে বাংলার বকেয়ার দাবিতে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ১০০ দিনের কাজ, বাংলার বাড়ি এবং স্বাস্থ্য মিশনের টাকা আটকে দিয়ে রাজ্যকে কেন্দ্র কার্যত আর্থিক অবরোধের মুখে ঠেলে দিচ্ছে। প্রাপ্য টাকার ভাগ থেকেও বাংলাকে বঞ্চিত করা হয়েছে। এইসব নিয়ে কথা বলেই তিনি প্রধানমন্ত্রীর থেকে সময় চেয়েছেন।
গত বুধবারই দিল্লিতে লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বাংলার বকেয়া ইস্যুতে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিং তাঁকে প্রস্তাব দিয়েছিলেন, এই ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি বাংলার মুখ্যমন্ত্রী কথা বলার জন্য। এই বৈঠক কেন্দ্রই ঠিক করে দেবে বলে গিরিরাজের প্রস্তাব ছিল বলেও দাবি করেছিলেন তৃণমূল সাংসদ।
পাঁচ রাজ্যের ভোটের পর আগামী ১৭ ডিসেম্বর দিল্লিতে বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। ওই বৈঠকে যোগ দিতেই দিল্লি যাবেন মমতা। নবান্ন সূত্রে খবর, ১৭ থেকে ২০ তারিখ পর্যন্ত দিল্লিতে থাকবেন তিনি।