RG কর কাণ্ডে ধর্ষক একজনই? CBI-কে দেওয়া রিপোর্টে এই তথ্য দিল দিল্লির বিশেষজ্ঞ দল। নির্যাতিতার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন বিশ্লেষণ করেছেন দিল্লি AIIMS-এর ফরেন্সিক বিশেষজ্ঞরা।
RG কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তভার হাতে নেয় CBI। তার আগে ঘটনার তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। প্রথম থেকেই কলকাতা পুলিশের দাবি ধর্ষণ ও খুনের ঘটনার সঙ্গে জড়িত একমাত্র ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়।
কলকাতা পুলিশের সেই দাবিতেই সিলমোহর দিল দিল্লির AIIMS-এর বিশেষজ্ঞরা। তবে তাঁদের দাবি বিভিন্ন প্রতিবেদনের সঙ্গে বিভিন্ন ফরেন্সিক প্রতিবেদনের সঙ্গে মিলিয়ে দেখে তারপর-ই এবিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
দিল্লি AIIMS-এর ফরেন্সিক বিশেষজ্ঞ আদর্শ কুমারের নেতৃত্বাধীন একটি কমিটি গঠন করা হয়। মোট ১১ সদস্যের ওই কমিটি RG কর হাসপাতালের নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্ট, ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফি এবং যাবতীয় রিপোর্ট খতিয়ে দেখেছে। তারপর এবিষয়ে নিশ্চিত হয়েছেন বিশেষজ্ঞরা।
আনন্দবাজার অনলাইনের একটি প্রতিবেদনে প্রকাশ, আরজি করের ঘটনা যে এক জনের পক্ষেও ঘটানো সম্ভব, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এছাড়াও বিশেষজ্ঞদের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, RG করের মৃত চিকিৎসকের শরীরের বিভিন্ন অংশে কামড়ের চিহ্ন পাওয়া গিয়েছে। এবং লালার নমুনার সঙ্গে মিলে গিয়েছে ধৃত সিভিক ভলান্টিয়ারের লালার সঙ্গে। এ ছাড়া, নির্যাতিতার যোনিতে বীর্য মেলেনি।