অন্যান্য বারের মতোই এবছরও কলকাতার ইসকনের রথযাত্রায় সামিল হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে জেলায় জেলায় রথের দড়িতে টান দেবেন শুভেন্দু থেকে সুকান্ত।
প্রতিবছরই ইসকনের রথে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। অন্যদিকে হুগলির সিঙ্গুর এবং হরিপালে রথ টানবেন মন্ত্রী বেচারাম মান্না।
গত বছর সাঁকরাইলে রথ টানলেও এবছর নন্দীগ্রাম এবং তমলুকে রথ টানবেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি নিজের লোকসভা কেন্দ্র বালুরঘাটে পৌঁছে গিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সেখানেই তাঁর রথ টানার কথা। আর কাশীপুরের রথযাত্রায় উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ।