মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) নির্দেশ। গোটা রাজ্যজুড়ে বেআইনি অস্ত্র-বোমা উদ্ধারে তড়িঘড়ি বিজ্ঞপ্তি জারি করল নবান্ন(Nabanna)। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য(Manoj Malviya) জানালেন, আগামী ১০ দিন ধরে পুলিশ স্পেশাল ড্রাইভ বা তল্লাশি চালাবে গোটা রাজ্যে। ফলে আগামী ১০ দিন বাংলায় সমস্ত পুলিশের ছুটি বাতিল(Police Holiday Cancelled) হল।
কীভাবে এই তল্লাশি অভিযান চলবে, তার একটা ছক কষে ফেলেছেন পুলিশকর্তারা। ইতিমধ্যেই তার একটা খসড়া পাঠিয়ে দেওয়া হয়েছে ডিআইজি(DIG) এবং জেলার পুলিশ সুপারদের(Police Super)। বিভিন্ন এলাকায় সমাজবিরোধীদের তালিকার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী সম্পর্কেও যাবতীয় খোঁজখবর নিতে হবে পুলিশকর্তাদের, জানিয়েছে নবান্ন(Nabanna)।
আরও পড়ুন- Rampurhat Violence: মমতার নির্দেশের পরই তারাপীঠ থেকে গ্রেফতার আনারুল
জানা গেছে, বিভিন্ন থানা এলাকার সমাজবিরোধীদের(Anti-Socials) সম্পর্কে নিয়মিত রেজিস্টার মেনটেন করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অপরাধের ধরণ দেখে তাদের এ, বি, সি- এই তিন পর্যায়ে ভাগ করতে হবে। তাদের পুরনো অপরাধের ধরণ, তাদের বিরুদ্ধে যাবতীয় মামলা ইত্যাদি নথিভুক্ত করতে হবে রেজিস্টারে।
দীর্ঘদিন পর এইধরণের সংঘবদ্ধ তল্লাশির নির্দেশে নড়েচড়ে বসেছেন রাজ্যের পুলিশকর্তারা(Police Department of West Bengal)। কারণ, গত দু-দশকে বাংলায় এইধরণের তল্লাশির নজির নেই বলেই জানাচ্ছেন তাঁরা।