Suvendu Adhikari : আজ শুভেন্দু গড়ে অভিষেকের সভা, কড়া নিরাপত্তা কাঁথিতে, 'শান্তিকুঞ্জ'-এর সুরক্ষাতেও নজর

Updated : Dec 10, 2022 07:03
|
Editorji News Desk

আজ শুভেন্দু (Suvendu Adhikari) গড়ে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । বিরোধী দলনেতার বাড়ি থেকে ঢিলছোঁড়া দূরত্বেই সভাস্থল । ইতিমধ্যেই অভিষেকের সভাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কাঁথি । অন্যদিকে, বিরোধী দলনেতার বাসভবন ‘শান্তিকুঞ্জ’-এও (Shantikunj) কড়া নিরাপত্তার (Security Tightened) ব্যবস্থা করেছে রাজ্য পুলিশ । 

শনিবার কাঁথি প্রভাতকুমার কলেজের মাঠে সভা করবেন অভিষেক । তার আগে শুক্রবার সভাস্থল পরিদর্শন করেন  পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে । তিনি জানান, আদালতের নির্দেশ মেনেই যাবতীয় সুরক্ষা বিধির ব্যবস্থা করছেন তাঁরা । অভিষেক যে ক্যাটেগরির নিরাপত্তা পান, সেই অনুযায়ী সভাস্থলের চারপাশ সুরক্ষা বলয়ে মুড়ে ফেলা হয়েছে । সভা চলাকালীন যানজট এড়াতে পুলিশ বাহিনী মোতায়েন থাকবে । এছাড়া, অভিষেকের কলকাতা থেকে কাঁথির যাত্রাপথ কড়া সুরক্ষায় মুড়ে ফেলা হয়েছে । অন্যদিকে, হাইকোর্টের নির্দেশ মতো শুভেন্দুদের 'শান্তিকুঞ্জ'-এ সুরক্ষার বিষয়ও বিশেষ নজর রাখা হবে ।  

আরও পড়ুন, West Bengal Weather Update : শনিবার মরসুমের শীতলতম দিন, আগামী কয়েকদিন আরও কমবে তাপমাত্রা
 

সম্প্রতি অভিষেকের সভা নিয়ে 'আপত্তি' তোলেন রাজ্যের বিরোধী দলনেতা । এই বিষয়ে তিনি হাইকোর্টেও দ্বারস্থ হন । শুভেন্দুর অভিযোগ ছিল, তাঁর পরিবারকে হেনস্থার উদ্দেশ্য নিয়ে এই সভার আয়োজন করছে তৃণমূল । শুধু তাই নয়, তিনি জানান, বাড়িতে তাঁর অশীতিপর বাবা-মা থাকেন। সভা থেকে শব্দদূষণ হতে পারে। যদিও, তাঁর আবেদন ধোপে টেকেনি । হাইকোর্ট অভিষেককে সভা করার অনুমতি দেন । তবে কিছু নির্দিষ্ট শর্ত মেনে সভা করতে হবে । জানানো হয়েছে, শনিবার সভা চলাকালীন কেউ যেন ‘শান্তিকুঞ্জ’-এ ঢুকে পড়তে না পারেন, তা নিশ্চিত করতে হবে জেলা পুলিশকে । শিশির অধিকারীর অনুমতি ছাড়া বাইরের কেউ যেন বাড়িতে ঢুকে না পড়েন, সেটাও পুলিশকে দেখতে হবে । শব্দবিধি মেনে সভা করার অনুমতি দিয়েছে হাই কোর্ট।

ContaiSuvendu AdhikariTMCAbhishek Banerjee

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর