মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারের নির্দেশ দিতেই নড়েচড়ে বসে রাজ্য পুলিশ। ১০ দিনের জন্য বাতিল হয় সমস্ত ছুটি। আর সেই স্পেশাল ড্রাইভের ফল মিলেছে হাতেনাতে। রাজ্য বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে বিপুল অস্ত্রশস্ত্র। শুক্র এবং শনিবারও দুই জেলার একাধিক জায়গা থেকে উদ্ধার হল বোমা।
শুক্রবার গভীর রাতে জগদ্দলের গোলঘর জিলিপি মাঠের ধারে এক বিশালাকার বট গাছের ফাঁক-ফোকর থেকে আটটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। পাশাপাশি, শুক্রবার ভোরে শ্যামনগর প্রভাতী সংঘ মাঠ থেকে আগ্নেয়াস্ত্র-সহ তিনজনকে পাকড়াও করেছে পুলিশ।
অন্যদিকে, রাস্তার ধারের জঙ্গল থেকে জার ভর্তি বোমা উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। জানা গেছে, সামসেরগঞ্জ থানার কোহেতপুর এলাকার একটি রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয় কয়েক জার তাজা বোমা।। সামসেরগঞ্জ থানার পুলিশ খবর দেয় বোম স্কোয়াডকে। তারা এসে বোমাগুলি নিস্ক্রিয় করে। কিন্তু কে বা কারা জনবসতি এলাকার মধ্যে বোমা রেখেছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।