দেড় লাখ টাকার বিনিময়ে বিক্রি হওয়া এক শিশুকে উদ্ধার করল পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি চন্দননগরের।
জানা গিয়েছে,শিশুটিকে নিয়ে বৃহস্পতিবার চুঁচুড়ার বাসিন্দা পিঙ্কি গুপ্তার বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়েছিলেন তার বাবা ও মা। সেখান থেকেই নিখোঁজ হয়ে যায় ওই শিশুটি। থানায় অভিযোগ দায়ের করলে শুরু হয় তদন্ত। CCTV ফুটেজ দেখে পাঁচ ঘণ্টার মধ্যে চুঁচুড়ার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।
ওই শিশুটির পরিবারে তরফে জানানো হয়েছে, পিঙ্কি গুপ্তার বাড়িতে খাওয়া দাওয়া সেরে শিশুটিকে নিয়ে ঘুমিয়ে পড়েন তার মা। এবং বাড়ি ফিরে আসেন তার বাবা। সন্ধে নাগাদ শিশুটির মা ফোন করে তাঁর স্বামীকে বলেন, খোঁজ মিলছে না তাঁদের সন্তানের।
এরপর পুলিশে অভিযোগ দায়ের করা হয়। পিঙ্কি গুপ্তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কিন্তু তেমন কোনও সদুত্তর না পেয়ে স্থানীয় এলাকায় থাকা CCTV ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। দেখা যায়, পিঙ্কি এবং তার নাবালক ছেলে মিলে ওই শিশুটিকে গাড়িতে বসিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছে। তারপর জানা যায় চন্দননগরের রমেন দেবনাথের কাছে দেড় লাখ টাকার বিনিময়ে বিক্রি করা হয় তাকে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় রমেন দেবনাথ, পিঙ্কি গুপ্তা, সঙ্গীতা বিশ্বাস, বেবি অধিকারী ও কাকলি চক্রবর্তীকে।