কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় লেজার লাইট জ্বালানোর ক্ষেত্রে জারি করা হল নিষেধাজ্ঞা। বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে ওই নোটিশ জারি করা হয়েছে। ইতিমধ্যে তা বিমানবন্দর সংলগ্ন বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। এমনকি কোনও হোটেল, ব্যাঙ্কোয়েট অথবা বিশেষ কোনও অনুষ্ঠানেও ওই লাইট ব্যবহার করা যাবে না।
কেন এই নির্দেশ?
জানা গিয়েছে, লেজার লাইটের জন্য বিমান চালাতে অসুবিধা হয় পাইলটদের। যে কারণে যাত্রীদের জীবন ঝুঁকির মুখে পড়ে। আর সেকারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
ওই নোটিসে জানানো হয়েছে, পুলিশের তরফে দেওয়া নির্দেশ না মানলে তা শাস্তিযোগ্য অপরাধ বলেও গণ্য করা হবে। কেউ নির্দেশ অমান্য করলে ১৪৪ ধারার আওতায় শাস্তি দেওয়া হবে। আপাতত ১ এপ্রিল থেকে ২৯ জুন পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে।