রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে নজিরবিহীন ঘটনা। খোদ অসহায় রাজ্য পুলিশ কর্মী। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে কাতর আর্জি জানালেন ওই কর্মী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গঙ্গারামপুরে।
গঙ্গারামপুরের জয়দেবপুর বুথে তৃণমূল ছাপ্পা দিয়েছে। এই অভিযোগ শুনেই বুথে ছুটে যান সুকান্ত মজুমদার। দায়িত্বে থাকা পুলিশ কর্মী সেই ঘটনার কথা জানান তিনি।
আরও পড়ুন:পঞ্চায়েত ভোটে উত্তপ্ত বাংলা, অন্য ছবি পুরুলিয়ায়
ওই পুলিশ কর্মী বলেন, তাঁকে বলা হয়েছে এখান থেকে সরে যান। তৃণমূল জেলা সভাপতির নাম করে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। তিনি বলেন, "আমার ভিতরে যাওয়ার অধিকার নেই। কিন্তু বাধ্য হয়ে ভিতরে গিয়েছিলাম।"