মাসখানেক আগে কলকাতার (Kolkata) রাজপথে এক চাকরিপ্রার্থীকে (Tet Protest) কামড়ানোর অভিযোগ উঠেছিল এক মহিলা কনস্টেবলের বিরুদ্ধে । এবার সেই মহিলা পুলিশকর্মী শাস্তির মুখে পড়তে চলেছেন । পুলিশকর্মীর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত করে লালবাজারের (Lal Bazar) এক সদস্যের অনুসন্ধান কমিটি । তদন্তের ভিত্তিতে মহিলা কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তারা ।
জানা গিয়েছে, প্রায় তিন সপ্তাহ ধরে অভিযুক্ত কনস্টেবল, ঘটনাস্থলে উপস্থিত অন্য পুলিশকর্মী এবং অভিযোগকারিণী অরুণিমার সঙ্গে কথা বলেন কলকাতা পুলিশের দক্ষিণ ডিভিশনের ডেপুটি কমিশনার (২) বুদ্ধদেব মুখোপাধ্যায় । তাঁর অনুসন্ধান কমিটি গত সপ্তাহে ডেপুটি কমিশনার (১) (দক্ষিণ)-কে রিপোর্ট দিয়েছেন । রিপোর্টে অভিযুক্ত কনস্টেবল ইভা থাপার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে । লালবাজারের তরফে জানানো হয়েছে, শীঘ্রই তা বলবৎ করা হবে ।
আরও পড়ুন, Lalan Seikh Death : সিবিআই হেফাজতে লালন শেখের অস্বাভাবিক মৃত্যু, বিচারবিভাগীয় তদন্ত শুরু সিবিআইয়ের
৯ নভেম্বর অরুণিমা পাল নামে এক টেট আন্দোলনকারীকে কামড়ে দেওয়ার অভিযোগ ওঠে কলকাতা পুলিশের এক মহিলা কর্মীর বিরুদ্ধে। ওইদিন বাকিদের সঙ্গে রক্তাক্ত অবস্থাতেই তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়া লালবাজারে। অভিযোগ, সেখানেও একপ্রস্থ পুলিশি হেনস্থার শিকার হন অরুণিমা। অসুস্থবোধ করার পরেও দীর্ঘক্ষণ বিনা চিকিৎসায় ফেলে রাখার অভিযোগ ওঠে কলকাতা পুলিশের বিরুদ্ধে। এমনকি গ্রেফতার হওয়া অন্য টেট আন্দোলনকারীদের অভিযোগ, অরুণিমার শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশের তরফে বলা হয়, আক্রান্তের মৃত্যু হলে তার দায় নেবেন তাঁরা। পরে অবশ্য জামিন পান তিনি ।