আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) ছাত্রনেতা আনিস খানের (Anish Khan) হত্যার বিচার চেয়ে বামপন্থী ছাত্রযুব সংগঠনের বিক্ষোভে উত্তাল আমতা।
বাম সংগঠনগুলি পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়ে বলে অভিযোগ। পুলিশের দাবি গাড়িতে থাকা নথি পুড়ে গিয়েছে। পাল্টা লাঠি চালায় পুলিশ, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল।
আরও পড়ুন: Anish Khan death: আনিস-কাণ্ডে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ, হুমকি ফোনে থানায় নালিশ আনিসের দাদা
বামপন্থীদের বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আরও বহু বামকর্মী। এলাকায় তীব্র উত্তেজনা রয়েছে।