প্রজাতন্ত্র দিবসের (Republic Day) আগের রাতে নিউটাউনে চলল গুলি (Newtown Firing) । সহকর্মীর বন্দুকের গুলিতে আহত হলেন অন্য এক পুলিশকর্মী (Police) । আহত পুলিশকর্মীর নাম কৌশিক ঘোষ। গুরুতর আহত অবস্থায় তাঁকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে । তাঁর বা পায়ে গুলি লেগেছে খবর । আপাতত ওই পুলিশকর্মীর অবস্থা স্থিতিশীল । নিউ টাউনের টেকনোসিটি পুলিশ ব্যারাকে ঘটনাটি ঘটেছে ।
যে পুলিশকর্মীর বন্দুক থেকে গুলি চলে তাঁর নাম অভিজিৎ ঘোষ। পুলিশ সূত্রে খবর, তিনি ব্যারাকে বন্দুক রাখার সময় সেই বন্দুক থেকে গুলি ছিটকে এসে কৌশিকের বাঁ পায়ে লাগে । অভিজিৎ ঘোষ নামে ওই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে । দুর্ঘটনাবশত গুলি চলেছে নাকি ইচ্ছাকৃতভাবে গুলি চালানো হয়েছিল, সেই বিষয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে ।
জানা গিয়েছে, আহত পুলিশ কর্মী এসআই পদে কর্মরত । যে পায়ে তাঁর গুলি লাগে, সেখানে অস্ত্রোপচার করা হতে পারে বলে হাসপাতাল সূত্রে খবর ।