যত দিন যাচ্ছে ততই যাদবপুরে ছাত্র মৃত্যু নিয়ে নয়া তথ্য সামনে আসছে। পুলিশি তদন্তে উঠে এসেছে, ব়্যাগিংয়ের সময় জোর করে প্রথম বর্ষের ওই পড়ুয়াকে বিবস্ত্র করা হয়েছিল। এবং ধৃত সৌরভ চৌধুরীর ঘর থেকে মৃত পড়ুয়ার গেঞ্জি এবং হাফ প্যান্ট পাওয়া গিয়েছে। অন্যদিকে পুলিশি তদন্ত শুরু হতেই অনেকেই হোস্টেল ছেড়েছেন। এমনই খবর জানা গিয়েছে।
যাদবপুরে ছাত্র মৃত্যুর তদন্তে নেমে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। নিরাপত্তারক্ষী সহ অন্য পড়ুয়াদেরও জিজ্ঞাসাবাদ করে সেই রাতের একাধিক বিষয়ে জানতে পেরেছে। পুলিশ জেনেছে, ব়্যাগিং চলাকালীন মোবাইলে ভিডিও করা হত। এবং সেই ভিডিও নিজেদের মধ্যে শেয়ার করা হত। এদিকে একাধিক মোবাইল থেকে ব়্য়াগিংয়ের ভিডিও সংগ্রহ করেছে পুলিশ। সেগুলি ফরেনসিক পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।
Read More- আদালতে উঠল যাদবপুর, র্যাগিং-বিরোধী নির্দেশিকাকে বুড়ো আঙুলের অভিযোগ
অন্যদিকে, ছাত্র মৃত্যুর পরেই হস্টেল ছেড়েছেন একাধিক পড়ুয়া। অনেকে আবার রাজ্যের বাইরে চলে গেছেন বলে পুলিশের কাছে খবর। পুলিশ অবশ্য প্রত্যেককেই আতস কাচের নীচে রেখেছে। কেন হঠাৎ করে হস্টেল ছাড়লেন তাঁরা সেবিষয়ে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে।