Howrah update:পরিস্থিতি এখন স্বাভাবিক, রাতভর টহলের পর জানালেন হাওড়ার নতুন কমিশনার

Updated : Jun 12, 2022 17:24
|
Editorji News Desk

গত কয়েক দিনের অগ্নিগর্ভ পরিস্থিতির পর হাওড়া এখন শান্ত। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। হাওড়ার নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিয়ে রবিবার এমনটাই জানালেন প্রবীণ কুমার ত্রিপাঠি (Howrah CP)।

রবিবার সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হাওড়ার নতুন পুলিশ কমিশনার বলেন, ‘‘পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। গতকাল দায়িত্ব নিয়েই রাতভর হাওড়ার বিভিন্ন উত্তেজনাপূর্ণ এলাকায় বাহিনী নিয়ে টহল দেন কমিশনার। আজ তিনি বলেন, গত ৩৬ ঘণ্টায় হাওড়ায় নতুন করে কোনও ঘটনা ঘটেনি। পুলিশের সমস্ত আধিকারিকরা বাহিনী নিয়ে সর্বত্র টহল দিচ্ছেন ও নজরদারি চালাচ্ছেন। আমরা সতর্ক রয়েছি।’’

Sri Lanka T20 cricket: টি২০ ক্রিকেটে রেকর্ড গড়ে জয় শ্রীলঙ্কার, অস্ট্রেলিয়াকে দুরমুশ দাসুন শনাকার

কমিশনার আরও জানান, হাওড়ায় বিক্ষোভ ও ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় এখনও পর্যন্ত ৫০ জনের বেশি গ্রেফতার হয়েছে। এছাড়া এই ঘটনায় জড়িত আরও কিছু লোককে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ প্রথম থেকে কড়া ব্যবস্থা নেয়নি বলেই কি হাওড়ায় পরিস্থিতি একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল - সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে কমিশনার বলেন, ‘আচমকাই প্রচুর লোক জড়ো হয়ে গন্ডগোল শুরু করেছিল। তাই প্রথম দিকে ব্যবস্থা নিতে সমস্যা হয়েছিল পুলিশের। কিন্তু পরবর্তীতে আরও বাহিনী নিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়।’


উল্লেখ্য, বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পর হাওড়া জেলার বিভিন্ন অংশ অগ্নিগর্ভ হয়ে ওঠে। গ্রামীণ হাওড়ার বিস্তীর্ণ এলাকায় কার্যত তাণ্ডব চলে। এই পরিস্থিতিতে শনিবার হাওড়া পুলিশে বড় রদবদল ঘটানো হয়। বদলি করা হয় হাওড়ার পুলিশ কমিশনারকে। হাওড়ার পুলিশ কমিশনার ছিলেন সি সুধাকর। তাঁকে এখন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি করা হয়েছে। হাওড়ার নতুন পুলিশ কমিশনার (Howrah CP) হয়েছেন প্রবীণ কুমার ত্রিপাঠি। তিনি এর আগে কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার ছিলেন। হাওড়া গ্রামীণের (Howrah Rural) পুলিশ সুপার সৌম্য রায়কেও সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় এসেছেন স্বাতী ভাঙ্গালিয়া।

West Bengal policeHowrah Violence

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর