রায়গঞ্জে বধূ খুনে গ্রেফতার মূল অভিযুক্ত। বুধবার আলিপুরদুয়ারের একটি হোটেল থেকে প্রবাল সরকার ওরফে ছোটোকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তের পর রবীন্দ্রপল্লীর বাসিন্দা সুপ্রিয়া দত্তকে 'বিশেষ বন্ধু' খুন করেছেন বলেই ধারণা ছিল তাঁদের। সেই মতো তদন্তে নামে রায়গঞ্জ থানা। জানা যায়, এই 'বিশেষ বন্ধু'-এর সঙ্গে লকডাউনের সময় ফেসবুকে পরিচয় হয় সুপ্রিয়ার। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে আলিপুরদুয়ারের ফালাকাটার এক হোটেল থেকে প্রবালকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন- Murshidabad News: মুর্শিদাবাদের নওদায় তৃণমূল সাংসদ আবু তাহের খানের গাড়িতে ধাক্কা লেগে মৃত্যু শিশুর
রায়গঞ্জ পুলিশ জেলার সুপার মহম্মদ সানা আখতার জানান, ‘‘সুপ্রিয়া দত্ত খুনে রায়গঞ্জ ও ফালাকাটা পুলিশের যৌথ দল অভিযুক্তকে ফালাকাটা থেকে গ্রেফতার করেছে।’’ তবে তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলতে রাজি নয় পুলিশ। আগেই ডিসিপি ইয়াং তামাং জানিয়েছিলেন, এই খুনের ঘটনায় মূল অভিযুক্তকে শনাক্ত করা গিয়েছে। তবে, চুরির জন্য যে এই খুন নয়, তাও সেদিন স্পষ্ট করে দেয় পুলিশ।