শালবনী যাওয়ার পথে অভিষেকের কনভয়ে হামলার ঘটনার গ্রেফতার পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো-সহ চার কুড়মি নেতা । যদিও, এই হামলার ঘটনায় শনিবারই 'কুড়মি'-দের একপ্রকার ক্লিনচিট দিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিজেপি দিকেই আঙুল তোলেন তিনি । অভিষেকের গলাতেও শোনা যায় একই সুর । কিন্তু, তারপরেও চারজনকে গ্রেফতার করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ । উল্লেখ্য, ধৃত এই রাজেশ মাহাতোকে স্কুল বদলির নোটিস পাঠানো হয়েছিল শুক্রবার । আর ওই দিনই অভিষেকের কনভয়ে 'হামলা'-র অভিযোগ ওঠে ।
ঝাড়গ্রাম পুলিশ সূত্রে খবর, অভিষেকের কনভয় হামলার ঘটনায় শনিবার প্রথমে চারজনকে গ্রেফতার করা হয় । ওইদিনই প্রাথমিকভাবে আটক করা হয়েছিল রাজেশ মাহাতো-সহ আরও কয়েকজনকে । পরে রাজেশ-সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ । কনভয় হামলার ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন মোট আটজন । রাজেশ পশ্চিম মেদিনীপুরের বনপুর হাই স্কুলে বাংলার শিক্ষক । শুক্রবার তাঁকে কোচবিহারের চামতা আদর্শ হাই স্কুলে শিক্ষক হিসাবে বদলির নোটিস পাঠানো হয়েছে । সূত্রের খবর, ডিএ আন্দোলনে যুক্ত ছিলেন রাজেশ। কো-অর্ডিনেশন কমিটির ডাকা বন্ধে স্কুলে অনুপস্থিত ছিলেন বলেও অভিযোগ । এরপরই তাঁকে বদলির নোটিশ পাঠানো হয় । যার তীব্র নিন্দা করেছেন শুভেন্দু অধিকারী ।