Roopa Ganguly : বাঁশদ্রোণী থানায় রাতভর ধর্না, রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ

Updated : Oct 03, 2024 12:08
|
Editorji News Desk

বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ । ছাত্রমৃত্যুর ঘটনার প্রতিবাদে বুধবার রাতভর বাঁশদ্রোণী থানায় ধর্নায় বসেন রূপা । বৃহস্পতিবার সকালে তাঁকে সেখান থেকে গ্রেফতার করে পুলিশ । বাঁশদ্রোণী থানা থেকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে বিজেপি নেত্রীকে । উল্লেখ্য, বুধবার মহালয়ার দিন বাঁশদ্রোণীতে পথদুর্ঘটনার জেরে মৃত্যু হয় এক নবম শ্রেণির ছাত্রের । ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে বাঁশদ্রোণী । রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা । ঘটনায় লাগে রাজনীতির রংও । বুধবার পুলিশি হেনস্থার অভিযোগে এক বিজেপি নেত্রীকে গ্রেফতার করা হয় । এরপরই  বাঁশদ্রোণী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি । দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলে বুধবার রাতে ধর্নায় বসেন রূপা গঙ্গোপাধ্যায় । 

বৃহস্পতিবার সকালেও থানায় বিক্ষোভ দেখাচ্ছিল বিজেপি । সকালে ধর্না চলাকালীন পুলিশের বিরুদ্ধে ক্ষোভও উগড়ে দেন রূপা । এরপর সকাল ১০টা নাগাদ পুলিশের তরফে রূপাকে জানানো হয়, তাঁকে গ্রেফতার করা হচ্ছে । কিছুক্ষণের মধ্যেই বাঁশদ্রোণী থানা  থেকে পুলিশের লাল রঙের একটি গাড়িতে তোলা হয় রূপা গঙ্গোপাধ্যায়কে ।  

উল্লেখ্য, মহালয়ার দিন সকালে কোচিংয়ে যাচ্ছিল এক পড়ুয়া । অভিযোগ, সেই সময় একটি পে-লোডার ধাক্কা মারে তাকে । রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে তাকে পিষে দেয় । দ্রুত ওই ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাস্তা সারাইয়ের কাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে । দুর্ঘটনার পরই বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা । পথ অবরোধ করেন তাঁরা । অভিযোগ, বছরের পর বছর বাঁশদ্রোণী এলাকায় রাস্তার বেহাল দশা। বারবার স্থানীয় কাউন্সিলরের কাছে রাস্তা সারাইয়ের দাবি করেও কোনও লাভ হয়নি। রাস্তার বেহাল দশার জন্যই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পাশাপাশি প্রশাসনের ব্যর্থতার দিকেই আঙুল তুলেছেন তাঁরা । এই ঘটনার পর সন্ধে নাগাদ রুবি দাস নামে এক বিজেপি নেত্রী গ্রেফতার করা হয় । দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে পুলিশি হেনস্থারও অভিযোগ ওঠে । উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি । ঘটনাস্থল থেকেই তাঁকে গ্রেফতার করা হয় ।

BJP নেত্রীকে ছেড়ে দেওয়ার দাবিতে বাঁশদ্রোণী থানার সামনে বিক্ষোভ দেখায় BJP। সেখানে হাজির ছিলেন BJP নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। তাঁদের অভিযোগ, মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে রুবি দাসকে। দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলে ধর্নায় বসেন রূপা গঙ্গোপাধ্যায় ।

Roopa Ganguly

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর