কলকাতার হরিদেবপুরের একটি হোমে দৃষ্টিহীন নাবালিকাদের নির্যাতনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত যুবকের নাম বাবলু কুণ্ডু। তিনি ওই হোমের রাঁধুনি ছিলেন। বৃহস্পতিবার রাতেই তাঁকে আটক করা হয়। এরপর শুক্রবার সকালে গ্রেফতার হন তিনি। এর আগে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় দুজনকে।
হোমেরই বেশ কয়েকজন নাবালিকাকে নির্যাতনের অভিযোগ ওঠে ওই হোমেরই কয়েকজনের বিরুদ্ধে। তারপর পুলিশের কাছে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগ জানায় ওই হোমের দুই নাবালিকা। তারা একটি FIR-ও করে। সেখানে হোমের অধ্যক্ষ, সেক্রেটারি এবং রাঁধুনির নাম ছিল। বৃহস্পতিবারই অধ্যক্ষ এবং সেক্রেটারিকে গ্রেফতার করে পুলিশ এবং শুক্রবার সকালে গ্রেফতার করা হয় রাঁধুনিকে।
Read More- হরিদেবপুরে দৃষ্টিহীনদের হোমে নাবালিকাকে নির্যাতন, অভিযোগে গ্রেফতার ২
পুলিশের কাছে ওই নাবালিকারা জানিয়েছে, ২০১০ সাল থেকে তাদের উপর নির্যাতন করা হচ্ছে। বারবার অধ্যক্ষকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের কাছে একটি অভিযোগ জমা পড়ে। তার ভিত্তিতে তৎপর হয় পুলিশ। বৃহস্পতিবার রাতেই হোমে তল্লাশি চালায় পুলিশ।