আসানসোল কম্বলকাণ্ডে ধৃত বিজেপি কাউন্সিলর অমিত তুলসিয়ান(Asansol BJP Councilor arrested)। গত ১৪ ডিসেম্বর আসানসোলে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় তিন বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। যার মধ্যে নাম ছিল জিতেন্দ্র তিওয়ারির(Jitendra Tiwari) স্ত্রী চৈতালি তিওয়ারিরও। মঙ্গলবার প্রথমে বিজেপি কাউন্সিলর অমিত তুলসিয়ানকে(BJP Councilor Amit Tulsian) আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলাকালীন বক্তব্যে অসঙ্গতির জেরে তাঁকে গ্রেফতার করে আসানসোল উত্তর থানা(Asansol North Police Station)। উল্লেখ্য, সোমবার জিতেন্দ্র-পত্নী চৈতালিকেও জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া হয়। কিন্তু তার আগেই রক্ষাকবচ চেয়ে আদালতে মামলা করেন এই বিজেপি নেত্রী।
গত ১৪ ডিসেম্বর বিজেপি কাউন্সিলর(BJP Councilor) চৈতালি তিওয়ারির উদ্যোগেই কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। ওই অনুষ্ঠানে ছিলেন ধৃত কাউন্সিলর অমিত তুলসিয়ানও।
আরও পড়ুন- TMC on Suvendu: শুভেন্দুর সভা থাকায় 'ঝামেলা' এড়াতে কাঁথির সভা বাতিল যুব তৃণমূলের
রামকৃষ্ণডাঙার ওই অনুষ্ঠানে মানুষের হুড়োহুড়িতে আচমকাই দুর্ঘটনা ঘটে যায়। পদপিষ্ট(Asansol Stampede) হয়ে প্রাণ যায় একাধিক মানুষের। তারপরেই অনুষ্ঠানের অনুমতি নিয়ে বিজেপিকে আক্রমণ করে তৃণমূল(TMC on BJP)। তাঁদের অভিযোগ ছিল, বিনা অনুমতিতে এই অনুষ্ঠানের আয়োজন করে বিজেপি।