আর জি কর কাণ্ডের প্রতিবাদে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের ছক! ফোনের সেই অডিয়ো ক্লিপ ভাইরাল হওয়ার পর এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। একজন আগেই গ্রেফতার হয়েছিলেন। এবার নতুন করে আরও চারজন গ্রেফতার। তাদের মধ্যে দুজন মহিলাও রয়েছেন বলে খবর।
আরজি কর হাসপাতালে ডিউটিরত মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় বাংলা জুড়েই উত্তাল বাংলা। অপরাধীদের শাস্তির দাবিতে সরব হয়ে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তেমনই এক হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলেন সুখেন্দু বন্দ্যোপাধ্যায় নামে এক যুবক। গ্রুপের নাম ‘WE WANT JUSTICE’। ওই গ্রুপেই একটি অডিও ক্লিপ পোস্ট করা হয়েছিল। অভিযোগ সেই অডিয়োতে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের ছক করা হয়।
অডিও চলবে
ভাইরাল হওয়া ওই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা। শুভম সেনশর্মানামের যে যুবক অডিওটি গ্রুপে পোস্ট করেছিলেন, তাঁকে গ্রেফতার করা হয়, তাঁকে জেরা করে অরিজিৎ দে ও স্বাগত বন্দ্যোপাধ্যায় নামে আরও দু’জনকে গ্রেফতার করে বাঁশদ্রোণী থানার পুলিশ। পাশাপাশি বর্ষা ঘোষ ও কৃষ্ণা ঘোষ নামে আরও দুই মহিলাকেও গ্রেফতার করা হয়েছে।