জাঙ্গীপাড়া কান্ডে পুলিশি তদন্ত শুরু হতেই গ্রেফতার ৪। ধৃতদের মধ্যে মৃত নাবালিকার এক দুর সম্পর্কের আত্মীয় আছে বলেও খবর। সোমবার ধৃতদের পেশ করা হয় শ্রীরামপুর আদালতে।
দশমীর দিন ঠাকুর দেখতে বেড়িয়ে নিখোঁজ হয়ে যায় জাঙ্গীপাড়ার নাবালিকা। শনিবার স্থানীয় পুকুর থেকে উদ্ধার হয় ওই নাবালিকার দেহ। দেহ উদ্ধার করতে গেলে পুলিশকে বাধা দেন স্থানীয়রা। তাঁদের দাবি, স্নিফার ডগ এনে তদন্ত করতে হবে। দোষীদের শাস্তির দাবিতেও সরব হন মহিলা-পুরুষ নির্বিশেষে এলাকার মানুষ।
এমনকি, এলাকায় ঢুকতে গেলে বাধা দেওয়া হয় কংগ্রেসের প্রতিনিধি দলকে। রীতিমতো মারমুখী হয়ে তেড়ে আসেন গ্রামের মহিলারা। রাধানগরের বাসিন্দাদের অভিযোগ, এই নৃশংস ঘটনার সময় কোথায় ছিল বিভিন্ন রাজনৈতিক দল। তাহলে কেন তাঁরা এই সময় এসে সহানুভূতি দেখাবে, সে প্রশ্নও তোলেন স্থানীয়রা।