রাজ্য জুড়ে বাড়ছে করোনাভাইরাস (Coronavirus)। নতুন করে বিধিনিষেধ জারি করেছে সরকার। তবে তাকে বুড়ো আঙুল দেখিয়েই চলছিল ব্যবসা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালাল পুলিশ। হাতেনাতে পাকড়াও করা হল বিরিয়ানি ব্যবসায়ীকে।
আরও পড়ুন: Covid in WB: কলকাতা একাই ৬ হাজার, বঙ্গে আক্রান্ত ১৪,০২২, করোনায় কাবু সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী
জগাছা থানার বিস্তীর্ণ এলাকায় সাপ্তাহিক লকডাউন ছিল বুধবার। তবে সাঁতরাগাছি স্টেশনের উল্টোদিকে দু'টি হোটেলে রমরমিয়ে চলছিল দেদার ব্যবসা, এমনটাই অভিযোগ। বাইরে বিরিয়ানির হাঁড়ি রেখে ভিতরে সুসজ্জিত ভাবে বিক্রি, বসে খাওয়া- সবই চলছিল।
ঢিল ছোড়া দূরে জগাছা থানার পুলিশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একটি রেস্তোরাঁয় দেখা গেল পেছনের গেট দিয়ে দেদার ঢোকানো হচ্ছে গ্রাহকদের। আর ওই রেস্তোরাঁয় ছোট ছোট শিশু শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে। মাস্ক ছাড়াই তারা ভেতরে গাদাগাদি করে বসে রয়েছে একই জায়গায়! খবর পেয়ে পুলিশ এসে তড়িঘড়ি দোকান বন্ধ করে দিয়ে যায়।