সকাল ৮ থেকেই রোদের উত্তাপ গায়ে লাগছে। বেড়েই চলেছে তাপমাত্রা। স্বভাবতই পয়লা বৈশাখে নতুন জামা পরে হাঁসফাঁস অবস্থাই হবে বঙ্গবাসীর৷ হাওয়া অফিস সূত্রে খবর, ১৯ এপ্রিল বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ বইবে। কোনওরকম বৃষ্টিপাতের পূর্বাভাস নেই৷ দোকানে দোকানে, বাড়িতে এই দিনে পুজো হয়৷ শনিবার তাপমাত্রা ছুঁতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশি।
Abhishek Banerjee : শাহকে যন্ত্রণা দেয় তাঁর অস্তিত্ব, ছেড়ে দেবেন রাজনীতি, বললেন অভিষেক, কিন্তু...
এই অবস্থায় ভরদুপুরে খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বেরনোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুতির জামা পরার নির্দেশ, এছাড়া পরিমাণে জল খেতে হবে এই সময়। বাতাসে জলীয় বাষ্প কমে যাওয়ায় গরমেও হাত পা টানা শুরু করেছে। অন্যদিকে, উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই তাপমাত্রা বাড়তে পারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।