পয়লা বৈশাখ মানেই জমিয়ে খাওয়া দাওয়া। আর এমন দিনে কুচেকাচাদের মজা যেন আরও বেশি। তাদের কথা মাথায় রেখেই এবার বৈশাখী মিড-ডে মিলের মেনুতে বিশেষ আয়োজন করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।
পয়লা বৈশাখের পাশাপাশি এই দিনটি প্রথমবার 'রাজ্য দিবস' হিসেবে পালন করা হবে। সেই কারণেই ১৫ এপ্রিল অর্থাৎ সোমবার মিড ডে মিলে ছোটদের মেনুতে ফ্রায়েড রাইস, ডিমের কষা, আলুর দম ও মিষ্টির ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন - ভুয়ো আধার কার্ড তৈরি করে কলকাতার ৮টি হোটেলে ছিল বেঙ্গালুরু কাণ্ডের ধৃতরা?
জেলার বহু স্কুল এলাহি পদের ব্যবস্থা করা হয়েছে পড়ুয়াদের জন্য। কোথাও থাকছে মাংস–ভাত। কোথাও পোলাও–আলুর দম এছাড়াও কোনও কোনও স্কুলে ফ্রায়েড রাইস–ডিমের কষা। আর শেষ পাতে পায়েস অথবা মিষ্টি।