বাঘ মেরে চামড়া বাংলাদেশে লোপাটের ছক বানচাল। সোমবার রাতে নদিয়ার (Nadia) চাপড়া এলাকায় হানা দিয়ে উদ্ধার হয় একটি বাঘের ছাল। তবে পুলিশি হানার আগেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। তবে ওই বাঘটি আদতে কোন প্রজাতির বা বাঘছাল সম্পর্কে আরও বিশদ তথ্যের জন্য বন দফতরের দারস্থ হয়েছেন তদন্তকারীরা।
সোমবার রাতে গোপন খবরের ভিত্তিতে শুল্ক দফতরের আধিকারিকদের নিয়ে চাপড়ার বাংলাদেশ সীমান্তে হানা দেয় পুলিশ। সমীর শংকর ও সঞ্জয় কুমারের নেতৃত্বে অভিযানে উদ্ধার হয় একটি পূর্ণবয়স্ক বাঘের চামড়া। শুল্ক আধিকারিক এবং পুলিশ এলাকায় গেলে একটি ব্যাগ ফেলে রেখে পালায় দুষ্কৃতীরা। সেই ব্যাগ থেকেই উদ্ধার হয় বাঘের চামড়াটি।
আরও পড়ুন- CPIM Kolkata Rally: মিলল না পুলিশি অনুমতি, ২৯ মার্চ বামফ্রন্টের মিছিলের রুট বদল, বদলে গেল সময়ও