মার্চের শুরুতেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্দেশখালি নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। লোকসভা ভোটের আগে এবার আরামবাগেই তাঁর প্রথম সভা হতে চলেছে। হুগলির আরামবাগের ১ মার্চ সভা করবেন প্রধানমন্ত্রী। ২ মার্চ কৃষ্ণনগরে সভা করতে পারেন তিনি।
রাজ্য বিজেপি সূত্রে আগে জানা গিয়েছিল, ৬ মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। বারাসতের কাছারি ময়দানে সভা করবেন তিনি। মার্চের প্রথম দিন থেকেই রাজ্যে থাকবেন প্রধানমন্ত্রী। .
আরও পড়ুন: ফের সন্দেশখালি পরিদর্শনে রাজীব কুমার, আইন হাতে না নেওয়ার পরামর্শ
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "এখনও পর্যন্ত, যা সম্ভাবনা, তাতে আগামী ১ ও ২ মার্চ আসতে পারেন প্রধানমন্ত্রী। ৬ মার্চ বারাসতেও তিনি আসবেন। সন্দেশখালির মহিলাদেরও ওই সভায় আনত। আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন ওনারা।"