পাখির চোখ পঞ্চায়েত ভোট । জুনেই রাজ্যে সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ওই মাসেই অমিত শাহ ও নড্ডারও সভা রয়েছে বাংলায় । মোদী সরকারের ৯ বছর পূর্তিতে ‘মহা জনসম্পর্ক অভিযান’ শুরু করছে রাজ্য বিজেপি । সেই কর্মসূচির অংশ হিসেবে বাংলায় উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ ও দক্ষিণবঙ্গে তিনটি বড় জনসভা করবে বিজেপি । দলের তিন শীর্ষ নেতা নরেন্দ্র মোদি, অমিত শাহ ও জে পি নাড্ডাকে দিয়ে জুনেই সেই জনসভা করার পরিকল্পনা রয়েছে । তবে দিনক্ষণ এখনও ঠিক হয়নি । এছাড়া বাড়ি বাড়ি গিয়েও জনসংযোগ কর্মসূচি চলবে বিজেপির ।
বুধবার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠক করে জানান, রাজ্যে আগামী তিন মাস ধরে একাধিক কর্মসূচি চলবে । কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মেনে আগামী ১-৩০ জুন 'মহা জনসম্পর্ক অভিযান'। ২০-৩০ জুন হবে 'গৃহসম্পর্ক অভিযান'। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ বাড়ানো হবে । এছাড়া, আগামী জুন, জুলাই এবং অগস্ট মাস জুড়ে রাজ্যের হাজার মণ্ডলে ১০০০টি সভা করবে বিজেপি ।
জুন থেকেই মণ্ডলে মণ্ডলে সভা করা শুরু হবে । ওই মাসেই রাজ্যের ২৯৪ বিধানসভায় ২৯৪টি মণ্ডলে সভা করা হবে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার ।