ভোটের আগে নয়া কর্মসূচি বিজেপির। এবার বুথ কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরাজ্যের পঞ্চায়েত ভোটের আগে এই কর্মসূচি নেওয়ার ফলে দলের নীচু তলার কর্মীরা যথেষ্ট উজ্জীবিত হবে বলে মনে করছে রাজ্য বিজেপি। নাম দেওয়া হয়েছে "মেরা বুথ, সবসে মজবুত"।
মঙ্গলবার দেশের প্রায় ১০ লাখ বুথের বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলবেন নরেন্দ্র মোদী। পুরো কর্মসূচি ভার্চুয়াল মাধ্যমে আয়োজন করা হয়েছে। ভোপালে উপস্থিত থেকে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
প্রকাশ্যে এখনও বিজেপির তরফে এনিয়ে মুখ না খোলা হলেও, অনেকে মনে করছেন পঞ্চায়েত নির্বাচনের আগে এই কর্মসূচিতে দলেরই লাভ হবে। কারণ তাঁরা মনে করছেন, ইতিমধ্যে পঞ্চায়েত ভোটে প্রচার শুরু দেওয়ার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে টেক্কা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর এই কর্মসূচিতে অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
২০২১ বিধানসভা নির্বাচনের আগেও এই কর্মসূচি নিয়েছিল রাজ্য বিজেপি। এর ফলে বেশ লাভ হয়েছিল বলে জানিয়েছেন দলেরই নেতারা। পঞ্চায়েত নির্বাচনেও গত বারের তুলনায় অনেক বেশি প্রার্থী দিতে পেরেছে বিজেপি। তাঁদের মত, এখন কর্মীদের মনোবল বাড়ানো খুবই দরকার। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বুথ স্তরের এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।