রোজভ্যালি, চাকরি দুর্নীতি, কয়লাকাণ্ড সহ একাধিক অভিযোগে সরাসরি তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার মধ্যপ্রদেশের ভোপালে BJP-র একটি কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। সেখান থেকেই তিনি শাসক দলের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন।
সরাসরি তৃণমূল কংগ্রেসের নাম করে নরেন্দ্র মোদীর অভিযোগ, ২৩ হাজার কোটি টাকার দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেস। রোজ ভ্যালি, সারদা, নিয়োগ দুর্নীতি, কয়লা পাচারের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। বাংলার মানুষ এই দুর্নীতি ভুলতে পারবে না বলেও মন্তব্য তাঁর।
মঙ্গলবার মেরা বুথ, সবসে মজবুত কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত বুথ স্তরের নেতা ও কর্মীদের বার্তা দেওয়ার জন্যই ওই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই সভায় উপস্থিত থেকে একের পর এক তোপ দাগেন তিনি।
কোচবিহারে সোমবার মোদীকে তুলোধনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মঙ্গলবারও মোদীকে নন্দলাল বলে কটাক্ষ করেন তিনি।