৫৬ ভোগে ১০০ পদ। দু বছর পর রথে এটাই চমক মায়াপুরের। ইতিমধ্যেই মাসির বাড়িতে নিজেদের জীবন উপভোগ করছেন জগন্নাথ, শুভদ্রা ও বলরাম। আর তাঁদের পাতে এবার ভোগ বাহার। কোথাও ঐতিহ্যের রথ। আবার কোথাও পুরীর আদলে রথের রঙ। কিন্তু ভোগ বাহারে সবাইকে টেক্কা দিয়েছে ইসকন।
কী আছে এই ভোগে ? কী নেই। আছে পিৎজা, পাস্তা, চাউমিন, বিরিয়ানি। তবে এই সবই নিরামিশ। এছাড়া আপেল, কাজুর সঙ্গে আরও নানারকম ফল। মিষ্টি বাহারও কম নয়। রসগোল্লা, পান্তুয়া, ছানার জিলিপি, সরপুরিয়া, সরভাজায় সেজেছে মিষ্টান্নর থালা। এই ভোগকেই বলা হচ্ছে ৫৬ ভোগ। যেখানে আছে ১০০ পদ।
রাত লুচি খেয়েছেন জগন্নাথ দেব। সঙ্গে ছিল অল্প সবজি আর মিষ্টি। উল্টোরথ পর্যন্ত এই ৫৬ ভোগের আহার উপভোগ করবেন তিনি। মায়াপুরে আটটি বড় রান্নাঘরে তৈরি হচ্ছে তাঁর ভোগ। ইসকন জানিয়েছে, তাদের ১০০ বিদেশি ভক্ত এই রান্নার কাছে বাকিদের সাহায্য করছেন। তাঁরাই তৈরি করছেন পিৎজা, পাস্তা, চাউমিন।