আকাশ ছোঁয়ার স্বপ্ন যেন নেশার মতো। চন্দননগরের 'পাহাড়ি কন্যে' পিয়ালি বসাক এবার জয় করলেন অন্নপূর্ণা শৃঙ্গ। এভারেস্টের পর ৮,০৯১ মিটারের পৃথিবীর দশম উচ্চতম শৃঙ্গ জয় করলেন পিয়ালি, খুশির খবর জানিয়েছে তাঁর পরিবার। ফের এই খবরে খুশির জোয়ার আলোর শহর চন্দন নগরে। সোমবার স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ পৃথিবীর দশম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণার শিখর ছুঁয়ে ফেলেন পিয়ালি।
Roosha Chatterjee: বিয়ের পরই অশান্তি? টেলি অভিনেত্রীর পোস্ট করা ছবিতে কীসের আভাস?
ছোট থেকেই পাহাড়ের প্রতি একটা টান অনুভব করতেন পিয়ালি । ছোটবেলায় কিশলয় বইয়ে পড়া এভারেস্ট অভিযান তাঁকে অনুপ্রেরণা দিয়েছিল । ছয় বছর বয়স থেকেই মা-বাবার সঙ্গে ট্রেকিং শুরু করেন । সেই শুরু । তারপর আর তাঁকে থামানো যায়নি । ২০১৮ সালে অষ্টম শৃঙ্গ মানাসুলু জয় করেন পিয়ালি ।
পৃথিবীর সপ্তম উচ্চশৃঙ্গ ধৌলগিড়ি জয় করেন পিয়ালি । অক্সিজেন সাপ্লেমেন্টারি ছাড়াই দেশের মধ্যে প্রথম মহিলা হিসাবে ধৌলগিড়ি জয় করেন । এরপর লক্ষ্য ছিল এভারেস্ট জয় । তাও তিনি ইতিমধ্যেই জিতেছেন৷ এবার জিতলেন অন্নপূর্ণা।