অবশেষে স্বস্তি। খোঁজ পাওয়া গেল পর্বতারোহী পিয়ালি বসাকের। এভারেস্টজয়ী পর্বতারোহী দেবব্রত মুখোপাধ্যায় এডিটরজি বাংলাকে জানিয়েছেন, পিয়ালিকে উদ্ধার করা হয়েছে বলে খবর। আপাতত তিন নম্বর ক্যাম্পে নামিয়ে আনা হয়েছে তাঁকে। জানা গিয়েছে শুক্রবার আবহাওয়া ভাল থাকলে ভোরের আলো ফোটার পরই তাঁকে সেখান থেকে রেসকিউ করে হেলিকপ্টারে কাঠমান্ডু হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
বুধবার রাতে পিয়ালির এজেন্সি পায়োনিয়ার অ্যাডভেঞ্চরের তরফ থেকে পিয়ালির বাড়িতে ফোন আসে। বলা হয়, মাকালু শৃঙ্গ জয় করার পর থেকে পিয়ালি ও তাঁর শেরপারা অসুস্থ হয়ে আটকে পড়ছেন। খবর শোনার পরেই থেকেই পরিবারের উৎকণ্ঠা বাড়ছিল। তড়িঘড়ি করে পিয়ালি খোঁজে উদ্ধারকারী একটি দল পাঠানো হয়। উদ্ধার করা হয় পিয়ালিকে। সেই খবর জানানো হয় এজেন্সির ফেসবুক পেজেও।