ইচ্ছে থাকলে কী না হয়! দেখিয়ে দিল নদিয়ার ২৫ বছরের এক তরুণী। শারীরিক সব প্রতিবন্ধকতাকে জয় করে নেট-এ ৯৯.৩১% স্কোর করলেন পিয়াষা মহলদার।
জন্ম থেকেই শরীরে নানা প্রতিবন্ধকতা পিয়াষার। উচ্চতা তিন ফুট একা প্রায় কোনও কাজ করতে পারেন না, হাত প্রায় অকেজো। কিন্তু জীবনের কাছে হার স্বীকার করার মেয়ে নন পিয়াষা। শৈশবে একাধিকবার স্কুল বদলাতে হয়েছে পরিকাঠামোর অভাবে। তাতেই বেড়েছে জেদ। সদ্য প্রকাশিত হওয়া ‘ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট’ -এর ফলাফল বলছে পিয়াষার স্কোর ৯৯.৩১ শতাংশ।
শান্তিপুর কলেজ থেকে স্নাতকোত্তরের পর কৃষ্ণনগর গভর্মেন্ট কলেজ থেকে বাংলায় এমএ। এবারই প্রথম নেট পরীক্ষায় বসেছিলেন পিয়াষা। প্রথমবারেই এমন বেনজির সাফল্য!
পিয়াষার উত্তম মহলদার কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক। মেয়ের হার না মানার মানসিকতাকে কুর্নিশ করেছেন বাবা-মা দুজনেই।